মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে 'প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় 'প্রাণিসম্পদ প্রদর্শনী' বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পশু পাখি প্রদর্শনী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শাহাজাদা মোহাম্মদ জুলকারনাইন শাওন এর সঞ্চালনায় এতে অতিথি ছিলেন, বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হাওলাদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা এনামুল করিম, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন, , বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাঁশখালী ডেইরি এসোসিয়েশনের সেক্রেটারি মোঃ হোসাইন, ভ্যাট এক্সিকিউটিভ সভাপতি আবুল কাশেম প্রমূখ।
সভায় সৌখিন পশু পাখি পালনকারি এবং ডেইরি মালিকদের প্রদর্শনীর উপর পুরস্কার প্রদান করা হয়। এতে পুরস্কার প্রাপ্তরা হলেন নারগিস আক্তার, লক্ষী দে, আব্দুল লতিফ, মোঃ ইউসুফ, মোঃ আব্দুল আজিজ সহ অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217