শফিকুল ইসলাস
বিশেষ প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর বাদ আসর বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন।
এই আয়োজনে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল। তিনি বলেন,
“নদী থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে প্রকৃত মালিক ও ইজারাদাররা দায়িত্বশীল না হয়ে শ্রমিকদের ওপর দোষ চাপানো অন্যায়। নিরীহ শ্রমিকদের গ্রেপ্তার ও হয়রানি করা একটি অবিচার। আমরা চাই, শ্রমজীবী মানুষের ওপর অত্যাচার বন্ধ হোক এবং তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হোক।”
তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষায় তিনি সবসময় মাঠে থাকবেন এবং প্রশাসনকে ন্যায়সংগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় অসংখ্য মানুষ অংশ নেন। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217