আশিকুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়।
সরকারি সংস্থাগুলোর পক্ষে এককভাবে ভূমিকম্প, আগুন বা বন্যার মতো বড় ধরণের দুর্যোগ মোকাবিলা করা কঠিন। এ ক্ষেত্রে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা পেশাদার বাহিনীর গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করেন।
গতকাল শুক্রবার ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভূমিকম্পের মতো জটিল দুর্যোগে শুধুমাত্র পেশাদার বাহিনী পর্যাপ্ত নয়। সব শ্রেণির স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। উপযুক্ত দক্ষতা অর্জন ছাড়া কার্যকর উদ্ধার তৎপরতা সম্ভব নয়।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হলো স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করা, সম্মাননা জানানো ও তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, পরিচালক ও উপ-পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা দুই শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকও এতে অংশ নেন।
স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রদর্শনী, অগ্নিনির্বাপণ অনুশীলন, ভূমিকম্পোত্তর উদ্ধার মহড়া এবং সচেতনতামূলক সেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217