হোসেন আলী আকাশ
(ঢাকা জেলা প্রতিনিধি)
রাজধানীর পল্লবীতে একটি ছয় তলা ভবনের কমিউনিটি সেন্টার ও পোশাক কারখানায় আগুন লাগে শুক্রবার ( ২৪ অক্টোবর) রাত ১০টার দিকে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভবনটি পল্লবীর কালশীর চন্দ্রবিন্দুর মোড়ের কাছে অবস্থিত।
আগুন লাগার সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে কমিউনিটি সেন্টারে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ভবনটির নিচে শত শত উৎসুক মানুষ ভিড় করে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উৎসুক জনতাকে সরিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ১০টা ২২ মিনিটে কালশী রোড এলাকায় একটি ভবনের ছয়তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধাপে ধাপে সেখানে ১০ ইউনিট পাঠানো হয়। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় বিবাহ বাড়ি নামে একটি কমিউনিটি সেন্টার এবং ছয় তলায় পোশাক কারখানা ছিল। ওই কারখানাতেই আগুন লাগার ঘটনা ঘটে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217