নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে ডিরেক্টর পদে মোঃ মায়েদুল হক বসুনিয়া (তূর্য) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অদ্য ১৩ সেপ্টেম্বর, শনিবার ডোমারস্থ ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে উক্ত ডিরেক্টর পদে একক প্রার্থী থাকায় নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মোঃ মায়েদুল হক বসুনিয়া (তূর্য)কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত ডিরেক্টর মোঃ মায়েদুল হক বসুনিয়া (তূর্য) তার প্রতিক্রিয়ায় বলেন,
“আমার ওপর যে আস্থা ও বিশ্বাস সদস্যরা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দায়িত্বকে সম্মান জানিয়ে ইউনিয়নের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের আর্থিক কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। শিক্ষক-কর্মচারীদের স্বার্থ রক্ষা ও কো-অপারেটিভের সেবা আরও আধুনিক ও গতিশীল করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এ সময় ইউনিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত থেকে নবনির্বাচিত ডিরেক্টরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217