
আজ বিজয় দিবস।
চারিদিকে মুক্ত বাতাস যেন
এ জাতির উল্লাসের চিত্র এঁকে দিচ্ছে।
আকাশে বাতাসে বিজয়ের সুঘ্রাণ প্রবাহমান।
বাঙালী জাতির স্বপ্নের বাস্তব রূপ এ বিজয়!
হাজারো গোলামীর জিঞ্জির যেন আজ
টুকরো টুকরো।
খোলা মঞ্চে দাঁড়িয়ে এ জাতি
তাদের তিক্ত অভিব্যক্তি গুলো
প্রাণ খুলে তুলে ধরছে।
অপশক্তির রক্তচক্ষু উপড়ে দিয়ে
পূর্ব দিগন্তে নতুন সূর্যের
এক চিলতে বিজয়ের হাসি।
যত গ্লানি মুছে ফেলে
আকাশ ফেড়ে উড়ছে
লাল সবুজের পতাকা।
আত্মত্যাগের মহামহিমান্বিত এক বিজয়
পৃথিবীর মানচিত্রে এক টুকরো ভুখন্ডে
অংকিত করেছে মাতৃভূমির নাম।
চিরকাল রবে আমার
সোনার বাংলাদেশ।
দেশব্যাপী চলছে বিজয়
খোলা মাঠে কিবা ঘরের ছাদে
কতশত রঙে।।
লাল সবুজের পতাকা হাতে
নতুন সাজে এসেছে বুঝি
৭১'এর বিজয়!
সংগ্রহে, মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217