আশিকুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জে গলায় ফাঁস নিয়ে রিকশা চালক ইব্রাহিম (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
গতকাল ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মাহনা টেকপাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে আব্দুর রহমানের ভাড়াটিয়া বাড়িতে ঘটনাটি ঘটেছে। ইব্রাহিম পেশায় একজন রিকশাচালক। ইব্রাহিম নারায়ণগঞ্জ সদর, কুতুবপুুর উত্তর দেলপাড়া এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে। ইব্রাহিম স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন যাবত এখানে বসবাস করে আসছে। স্ত্রী মুক্তা আক্তার (২০) বলেন তার স্বামী ইব্রাহিম নেশা পানি করতো। যে কারণে আমি দুই মাস যাবত সন্তানকে নিয়ে বাবার বাড়িতে।
বাড়ির মালিকের স্ত্রী রেশমা আক্তার বলেন আমি গাউছিয়া মার্কেটে গিয়েছিলাম এসে বাড়ির গেইট আটকানো দেখতে পাই। তখন অন্য লোক দিয়ে গেইট খুলে বাড়িতে ঢুকেই ইব্রাহীমের রুমের মধ্যে ফোন বাঁচতে শুনি। ইব্রাহিমের রুমের দরজায় তাকাতেই গলায় ফাঁস নেয়া অবস্থায় ইব্রাহিমকে দেখতে পাই এবং এলাকাবাসীকে খবর দেই। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ভুলতা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোকলেসুর রহমান জানান মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে এলাকাবাসী খবর পেয়ে সেখানে এসআই মিজানুর রহমানকে পাঠানো হয়। মিজানুর রহমান ইব্রাহিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217