জেলা প্রতিনিধি রংপুরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারী) রংপুর-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের দাখিল করা ৯টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৮টি মনোনয়নপত্র বৈধ এবং ১টি মনোনয়নপত্র জাতীয় পার্টির অবৈধ ঘোষণা করা হয়েছে।
দ্বৈত নাগরিকপত্র সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান। বাকি ৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন–বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জননেতা রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান সজীব, নাগরিক পার্টি এনসিপির আল মামুন, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আনাস, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবু, বাসদ মার্কসবাদীর আহসানুল আরেফিন এবং খেলাফত মজলিসের মমিনুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান জানায়, ৮টি মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী সাংবাদিকদের জানান আমি মহামান্য আদালতে আমার মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল করব আমি মনে করি ইনশাআল্লাহ আদালতের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত চলে আসবে ন্যায্য বিচার পাবো ইনশাআল্লাহ। লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নেব এবং আপনাদের দেওয়া মহামূল্যবান ভোটে বিজয়ী হব।
তিনি আরো বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঘোষণা দিয়েছিলেন, দাখিলকৃত মনোনয়নপত্রে বড় ধরনের ভুল না থাকলে মনোনয়নপত্র বাতির করা হবে না। কিন্তু আমার সামান্য ত্রুটি থাকার কারণে আমার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করেছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩