
সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার বাঁশখালীর নুরজাহান কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহিম সিআইপি’র সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সমাজসেবক, প্রবাসী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও বহুল প্রচারিত দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক জনাব এম. এ. মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ লিয়াকত আলী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক আশরাফী, ইসলামী ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী শায়খুল হাদিস মাওলানা মোহাম্মদ মূসা বিন ইজহার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ রুহুল্লাহ তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের নেতা মহিউল আলম চৌধুরী, ৫নং কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী, গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আরিফুল্লাহ, বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল।
এছাড়া চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান সিআইপি এম. এ. হেলাল উদ্দিন, মহাসচিব আব্দুল মান্নান, চট্টগ্রাম প্রবাসী উলামা সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন রাজী, অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব ফারুকী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী, হাফেজ মুহাম্মদ নেজাম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন, আব্দুল্লাহ আল নকিব, মোহাম্মদ কপিল উদ্দিন, রেজাউল করিম তালুকদার, মীর মোহাম্মদ জিল্লুল করিম, হেফাজ উদ্দিন, মোহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ আলী আকবরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের সমাজসেবা, শিক্ষা সহায়তা, মানবিক ও দাতব্য কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রবাসীদের ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে সমাজসেবা, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বিভিন্ন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও বাঁশখালীর সার্বিক উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণে বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩