শুটিং শুরুর আগেই রহস্য, গুজব আর জল্পনায় ঘিরে ফেলেছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। কে থাকছেন, কে থাকছেন না—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। বিশেষ করে শাকিব খানের নায়িকা বদল নিয়ে ছড়ানো গুজব নতুন করে কৌতূহল বাড়িয়েছে দর্শক ও চলচ্চিত্র–সংশ্লিষ্টদের মধ্যে।
শুটিং শুরুর ঠিক আগমুহূর্তে চলচ্চিত্র–সংশ্লিষ্ট একাধিক ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে, ছবিটি থেকে বাদ পড়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু, আর তাঁর জায়গায় যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাবিলা নূর। বিষয়টি নিয়ে মুহূর্তেই নানা মতামত, আলোচনা ও বিতর্ক শুরু হয়।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই তথ্য পুরোপুরি ভিত্তিহীন। সংশ্লিষ্ট কোনো পক্ষই এমন সিদ্ধান্ত নেয়নি। নাম প্রকাশ না করার শর্তে প্রিন্স–সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে বদলের বিষয়টি গুজব ছাড়া আর কিছু নয়।
‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়েছে, ৬ জানুয়ারি থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ছবির অন্য শিল্পীরা শুটিংয়ের শুরু থেকেই অংশ নিলেও শাকিব খান যুক্ত হবেন ১০ জানুয়ারি থেকে।
‘প্রিন্স’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে ঢাকার একজন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে। এই চরিত্রেই দেখা যাবে শাকিব খানকে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩