মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার,চট্টগ্রামঃ
আজ (৬ ইং জানুয়ারি) রোজ মঙ্গলবার হাটহাজারী উপজেলায় গ্যাস সিলিন্ডার নির্দিষ্ট মূল্যের চেয়ে বর্ধিত মূল্যে বিক্রয় করার অভিযোগ ওঠে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।
এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় এবং প্রশাসনের নির্ধারিত জায়গা ব্যতীত অন্য জায়গায় গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি, ফুটপাত দখল করে গণ উপদ্রব সৃষ্টির অপরাধে মোট ৯ টি মামলায় ২৪,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ না করতে এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করেন।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
নিউজ এডিটরঃ মোঃ মনোয়ার হোসেন সেলিম
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩