বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের উপজেলাস্থ হযরত শাহবদ্দিন (বদনী) শাহের পবিত্র ওরশ মোবারক উদযাপন করা হয়। ৮জানুয়ারি রোজ বৃহস্পতিবার উপজেলার মাহমুদাবাদ এলাকায় বদনী শাহের মাজারে এই ওরশ উদযাপন করা হয়।
প্রতিবছরের ন্যায় আয়োজিত ওরশ উপলক্ষে বাউল গানের আয়োজন করা হয়। ওরশে রেনু পারভীন ও সুমি পারভীন বাউল গান পরিবেশন করেন।
ওরশ শরিফে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম, যুবদলের সভাপতি সাব্বির শিকদার, সাধারণ সম্পাদক নিজাম মিয়া, সিনিয়র সহ সভাপতি হামিদ মিয়া, শ্রমিক দলের সভাপতি মো: আল আমীন, ওরশ কমিটির শাহজাহান মিয়া সহ এলাকার মান্যগণ্য লোকজন।
ওরশে সকলের মাঝে খিচুড়ি তবারক হিসেবে বিতরণ করা হয়। আশপাশের হাজারো ধর্মপ্রিয় লোকজনের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাজারটি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩