

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছড়ারকুলে অবস্থিত শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের বার্ষিক সভা, দস্তারবন্দী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি, শুক্রবার। দিনব্যাপী এ কর্মসূচির সূচনা হয় ফজরের নামাজের পর খতমে কোরআনের মাধ্যমে। পরে শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স মাঠে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কে. এম. নজমুল হক সিকদার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়খ ড. মোহাম্মদ হেদায়ত উল্লাহ, কারিকুলাম বিশেষজ্ঞ, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড, ঢাকা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিব বিন তৌহিদ চৌধুরী, ম্যানেজিং ডাইরেক্টর, জিরাত শার্ট লিমিটেড। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আসহাব উদ্দীন, চেয়ারম্যান, ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদ।
ফাতেহা শরীফ পাঠ করেন আলহাজ্ব মাওলানা মীর আহমদ আনছারী, সাবেক অধ্যক্ষ, পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ সিনিয়র মাদরাসা।
বিশেষ অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপাধ্যক্ষ, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা, চট্টগ্রাম;
জনাব আবুল কালাম, সহকারী কমিশনার (পুলিশ), পাহাড়তলী থানা, চট্টগ্রাম;
জনাব আবুল বাশার, ব্যবস্থাপক, চাঁদপুর বেলগাঁও চা বাগান;
জনাব কে. এম. নাঈমুল হক, জনাব নুরউদ্দীন জাহেদ, জনাব নাজেম ইদ্দীন;
সাংবাদিক সোহেল তাজ;
অধ্যাপক ডা. এফতেখার উদ্দীন চৌধুরী;
ব্যাংকার সিরাজুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওয়াজ ও ধর্মীয় আলোচনা
অনুষ্ঠানে ওয়ায়েজিন হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন,
শাহজাদা মাওলানা মহিউদ্দীন মজিদী (ম. জি. আ.), আরবি প্রভাষক, সলিমা সিরাজ মহিলা মাদরাসা, চট্টগ্রাম;
আলহাজ্ব মাওলানা আহমদ নজির, বাঁশখালী;
আলহাজ্ব মাওলানা ড. এনামুল হক মুজাদ্দেদী, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়;
মাওলানা আয়ুব আনছারী, অধ্যক্ষ, ইখওয়ানুল উম্মাহ মডেল মাদরাসা, হালিশহর, চট্টগ্রাম;
আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল, সিনিয়র শিক্ষক, শাকপুরা আলিয়া মাদরাসা, বোয়ালখালী;
আলহাজ্ব মাওলানা মুজ্জাম্মেলুল হক, তালগাঁও, সাতকানিয়া;
আলহাজ্ব মাওলানা আহমদুর রহমান আনছারী, সাবেক আরবি প্রভাষক, পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল মাদরাসা।
দস্তারবন্দী ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্বে কৃতী শিক্ষার্থীদের দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দ্বীনি শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩