ভাবনায় বিষাদ সিন্ধু তুমি
-মো: সেলিম উদ্দীন
ভাবনায় বিষাদ সিন্ধু তুমি—
আমি তোমাকে এড়াতে শিখিনি,
শুধু ডুবে থাকতে অভ্যস্ত হয়েছি।
যতবার নিজেকে বাঁচাতে চাই,
ততবার তোমার স্মৃতি
আমাকে টেনে নেয় তলদেশে।
তুমি নেই—
এই অনুপস্থিতিই আমার
সবচেয়ে স্থায়ী সঙ্গী।
মানতে মানতে
আমি শিখে গেছি,
কীভাবে বুকের ভেতর
একটা সমুদ্র লুকিয়ে রাখতে হয়
কেউ যেন টের না পায়।
দিনের আলোয় আমি স্বাভাবিক,
রাতে আমি ভাঙা।
সব মুখোশ নামলে
অন্ধকারই জানে—
আমি এখনো তোমাকে হারাইনি,
শুধু ছুঁতে পারি না।
তুমি এমন এক স্মৃতি
যাকে ভুলতে গেলে
নিজেকেই মুছে ফেলতে হয়।
প্রার্থনায় হাত তুললেও
তোমার নামটা
নীরবে উঠে আসে চোখে।
ভাবনায় তুমি বিষাদ সিন্ধু—
অশেষ, নির্দয়, অথচ প্রিয়।
ডুবিয়ে রাখো,
কিন্তু শেষ করে দাও না।
এই বাঁচিয়ে রাখাটাই
তোমার সবচেয়ে বড় শাস্তি।
কিছু ভালোবাসা
শেষ হয় না কোনোদিন—
তারা মানুষকে
আজীবন ভারী করে রাখে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩