

রংপুরে শীতার্ত অসহায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর গুপ্তপাড়ায় অবস্থিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, রংপুর জেলা শাখা কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।
রংপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রাপ্ত শতাধিক কম্বল সমিতির তালিকাভুক্ত অসহায় সদস্য ও তাদের পরিবারের মাঝে তুলে দেওয়া হয়।
কনকনে শীতে সরকারি সহায়তা পেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত কর্মচারী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরণকালে জেলা কমিটির সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, সারাজীবন সরকারের সেবা দিয়ে যারা আজ অবসরে আছেন, তাদের এই শীতের কষ্ট লাঘবে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
জেলা প্রশাসনের এই সহযোগিতার জন্য তারা ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩