মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক কামরুন নাহারের স্বাক্ষরিত নোটিশটি গত সোমবার প্রার্থীর কাছে পৌঁছানো হয়। নোটিশে বুধবার সকাল ১১টা ২০ মিনিটে স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশ সূত্রে জানা যায়, অভিযোগ অনুযায়ী বিএনপি প্রার্থী শরিফ উদ্দিন মন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অটোরিকশা ও সিএনজি চালকদের মাঝে একটি করে চাদর, মাফলার এবং ধানের শীষ প্রতীকযুক্ত পতাকা বিতরণ করেন।
নির্বাচন কমিশনের মতে, এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ৪ নম্বর বিধির সরাসরি লঙ্ঘন।
এ বিষয়ে আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত দিনে হাজির হয়ে প্রার্থীকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে।
নোটিশের অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে পাঠানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩