মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
গণভোট ২০২৬ সফল করতে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ করতে প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। জনসাধারণ যাতে আনন্দ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে গণভোট দেয় সে জন্য ঝিনাইগাতী উপজেলায় ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গণভোটের প্রচারণা উপলক্ষে দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় ওসি নাজমুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হক, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল বলেন, “গণভোট আমাদের গণতান্ত্রিক অধিকার ও নাগরিক দায়িত্ব। উপজেলাবাসী যাতে স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সেই জন্য এই প্রচারণা। যাতে প্রতিটি ভোটার গণভোটের উদ্দেশ্য, বুঝতে সক্ষম হয় সে জন্য সকল মানুষের কাছে লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছেন।
বার্তা প্রেরক:মিজানুর রহমান, শেরপুর।
মোবাইল নং - ০১৭৮৭৩৩০৯৭২
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩