
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উপজেলার চেংবিল–ডলুরা সড়কের বাম পাশে একটি শিম বাগানের ভেতর থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সোমবার বিকাল ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ এলাকায় একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে পারে।
এমন সংবাদের পরিপ্রেক্ষিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালিয়ে চেংবিল–ডলুরা সড়কের পাশে শিম বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এয়ারগানটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করার উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগানটি জিডিমূলে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চলতি সোমবার পর্যন্ত র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৩৫টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৫২টি এয়ারগান উদ্ধার করেছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩