বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৪নং ওয়ার্ডের কেরাবো সড়কের মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারী ও গণপিটুনিতে ছিনতাইকারী ঘটনাস্থলে নিহত হয়। গতকাল ১৬জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের স্ত্রী গৃহবধূ আমেনা বেগম বাড়ি ফেরার পথে কেরাবো রাস্তার মোড়ে ২/৩ সদস্যের ছিনতাইকারীর কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা গৃহবধূর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন গৃহবধূ আমেনা বেগম ছিনতাইকারীদের একজনকে যাপটে ধরে ডাক-চিৎকার করে। সুযোগমতো ওই ছিনতাইকারী আমেনা বেগমের গলায় ছুরিকাঘাত করে। আমেনা বেগম মাটিতে লুটে পড়ে। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। গণপিটুনিতে ঘটনাস্থলে ছিনতাইকারী দলের সদস্য অজ্ঞাত এক যুবক(২৫) নিহত হয়। পরে আমেনা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩