
বিশেষ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মহিলা নেতৃবৃন্দের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হলো জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের একটি বাস্তব রূপরেখা। নারী সমাজ এখন বিএনপির পুনর্জাগরণের অন্যতম শক্তি, তাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে।”
তিনি আরও বলেন, “এই দেশের মানুষ পরিবর্তন চায়, সুশাসন চায়। সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি— তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217