বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ-
অবিলম্বে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন রাজশাহীবাসী এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
কেন প্রিপেইড মিটার বাতিল চান গ্রাহকরাঃ-
বক্তারা অভিযোগ করেন, নেসকোর প্রিপেইড মিটার সংযোগের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তারা মিটারের বিভিন্ন কারিগরি ত্রুটি ও অতিরিক্ত খরচের বিষয় তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্যঃ-
১. ওভারলোড হলে আকস্মিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
২. লো ব্যাটারির' কারণে মিটার লক হয়ে যাওয়ার সমস্যা।
৩. ভুল বা পুরনো টোকেন লোড করলে মিটার কাজ না করা।
৪. বেশি ভোল্টেজের কারণে মিটার ট্রিপ করা এবং চার্জ দেওয়ার পর সংযোগ পুনরুদ্ধার কঠিন হয়ে পড়া।
অনেক গ্রাহক অতিরিক্ত বিল ও রিচার্জের বাড়তি খরচেরও অভিযোগ তুলেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া এম এ সবুর নামের এক ব্যক্তি নেসকোকে সাত দিনের আলটিমেটাম দিয়ে চারটি মূল দাবি তুলে ধরেন:
১. প্রিপেইড মিটার সংযোগ অবিলম্বে বন্ধ করতে হবে।
২. বিদ্যুতের স্ল্যাব সমন্বয় করতে হবে।
৩. ডিমান্ড চার্জ বাতিল করতে হবে।
৪. নতুন সংযোগে জটিলতা দূর করতে হবে।
তিনি হুঁশিয়ারি দেন, এই দাবিগুলো পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, সমাজসেবক এ বি সিদ্দিক এবং ২ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217