বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
রাজশাহীতে বিচারকের বাসায় হামলা এবং তাঁর ছেলেকে হত্যার মামলায় পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়াকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করা হয়েছে।
শনিবার রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ (রাজপাড়া থানা) এর বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।
মেট্রোপলিটন পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম জানান, কমিশনারকে আগামী বুধবার সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে—কীভাবে পুলিশ হেফাজতে থাকা এক আসামি গণমাধ্যমে বক্তব্য দিতে পারল এবং কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।
ঘটনার পটভূমি হিসেবে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর ডাবতলা এলাকার একটি বহুতল ভবনে ঢুকে মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলেকে হত্যা এবং স্ত্রীকে গুরুতর আহত করার অভিযোগে লিমন মিয়াকে আটক করে পুলিশ। পরে হেফাজতে থাকা অবস্থায় তিনি মিডিয়ার সামনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন, যা দ্রুত বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।
এই আচরণ আদালতের নজরে আসার পর কমিশনারকে তলবের নির্দেশ জারি করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217