মোঃ ময়নাল হক
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ (শাহজাদপুর)

বাংলাদেশ আহলুস্ সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সচিব এবং রাজশাহী ও ফরিদপুর ডিভিশনের প্রধান হওয়ায় আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদী ও মওলা ওমর ফারুক মোজাহেদীকে সম্মাননা স্মারক ও অভিনন্দন জানান শাহজাদপুর উপজেলা আহলুস্ সুন্নাত ওয়াল জামাআতের কর্মীবৃন্দ।
গত ১২ই নভেম্বর মওলানা জহুরুল ইসলাম ফরিদী ও মওলা ওমর ফারুক মোজাহেদী শাহজাদপুর আগমন উপলক্ষে এই সম্মাননা স্মারক প্রদান করেন আহলুস্ সুন্নাত ওয়াল জামাআতের নিবেদিত কর্মী মোহাম্মদ আলমগীর হোসাইন ও মোহাম্মদ ময়নুল হক জয়।
এসময় আহলুস সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাংগঠনিক সচিব ও রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান মওলানা মোহাম্মদ ওমর ফারুক মোজাহেদীর সাথে বিভাগীয়, জেলা,উপজেলা ও ইউনিয়ন কমিটির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদী বলেন,যারা বিগত সময়ে আহলুস্ সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় পোগ্রামে অংশ গ্রহন করেন নাই তাদেরকে এবং যারা মাঠ পর্যায়ে কাজ করে নাই এবং সামনে করবে না তাদেরকে কমিটিতে রাখা হবে না।
মোহাম্মদ ময়নুল হক
স্টাফ রিপোর্টর
দৈনিক সোনালি সময়।
সিরাজগঞ্জ শাহজাদপুর।
তাং ১৫/৫/২০২৫
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217