শফিকুল ইসলাম স্বাধীন
বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, হাওর, নদী, পাহাড় ও প্রকৃতিক সম্পদে সমৃদ্ধ আমাদের এই অঞ্চল।
কিন্তু বিগত ১৫ বছরে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই অঞ্চলের মানুষ প্রকৃত অধিকার, জীবিকা, কর্মসংস্থান- সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিতভাবে পাবে। যা বিএনপির ঘোষিত ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়নকে যারা বছরের পর বছর অবহেলা করেছে, জনগণ ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে। এখন মানুষ পরিবর্তনের পক্ষে। এই পরিবর্তনকে স্থায়ী করতে হলে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
আনিসুল হক আরও বলেন, জনগণের সঙ্গে বেইমানি যারা করে, তারা দেশ-জাতির কাছে অপমানিত হয়। আপনারা জানেন, ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে একটি দলের কী ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে পারি-বিএনপি গণমানুষের দল। সাধারণ মানুষের রায়ের ভিত্তিতেই বিএনপি সরকার গঠন করবে, ইনশাল্লাহ।
গণসংযোগ ও পথসভায় তাহিরপুর উপজেলা বিএনপি, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতারা দোরগোড়ায় গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির উন্নয়ন ভাবনা, হাওরাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, জীবন-জীবিকা নিরাপত্তা ও এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে তাদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217