
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
“হাত ধোয়ার নায়ক হন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি শেষে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয় হাত ধোয়া প্রদর্শনীতে। পরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান ও সাংবাদিক আলী আক্কাছ।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217