বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা বরিশাল সেতুর দাবীতে ঢাকায় আন্দোলনরত ভোলার সাহসী সন্তানদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে ভোলা বোরহানউদ্দিনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ৪টায় থানার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বোরহানউদ্দিন থানার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে থানার মোড়ে প্রতিবাদ সভায় বক্তৃতা রাখেন
বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির মিয়া, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন বাচ্চু মিয়া, জামায়েত নেতা মাওলানা মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মোঃ মমিন ভূইয়া, ভোলা উন্নয়ন ফোরাম সমন্বয়কারী মোঃ রাজিব হায়দার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তানজিল হাওলাদার, মোস্তাফিজুর রহমান শাওন, বোরহানউদ্দিন ফোরাম এর প্রচার সম্পাদক আতিকুল ইসলাম প্রমূখ।
বক্তৃতারা পুলিশী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের দাবী একটাই দ্রুত ভোলা- বরিশাল সেতু চাই। ভোলার গ্যাস নিতে হলে এ সেতু নির্মাণ করতেইনহবে না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তৃতারা।
এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ বিল্লাল পাশা।
মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
২২-১১-২০২৫
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217