
মোঃতোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাঘায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসমর্থন বাড়াতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) বিকেলে বাঘা পৌরসভার ৭,৮ও ৯ নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় ৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।
৭ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি লিয়াকত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান মুকুল, সদস্য সুরুজ্জামান সুরুজ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম, বাঘা পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম খাঁন, তহিদুল ইসলাম কালু, তানভির ফয়সাল তূর্য।
এছাড়াও উপজেলা কৃষক দলের আহবায়ক সেলিম আরিফ, বাঘা উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম সরকার, সদস্য সচিব পলাশ আহমেদ, বাঘা পৌর কৃষক দলের আহবায়ক আলী হোসেন জনি, সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ সহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রূপকল্প জাতির মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের সংগঠিত হতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।
আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। সে কারণে ঘরে ঘরে গিয়ে জনমত তৈরি, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনা এবং তাদের সাথে মানবিক আচরণ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আবু সাঈদ চাঁদ।
উল্লেখ্য, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ সকাল থেকে বাঘা বাজার স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট ও গণসংযোগ করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217