শফিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর অধীনে পাটলাই নদী খনন থেকে উত্তোলিত বালু–মাটি ব্যবহার করে বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুজ আলম, বিএনপি নেতা বোরহান উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল মন্নাফ, বিন্নারবন্দ জামে মসজিদের সভাপতি আহাদ মিয়া, হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস বড়দল দক্ষিণ ইউনিয়নে সহ-সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল গাফফার, বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের বক্তব্যে সাবেক চেয়ারম্যান সবুজ আলম বলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি অনুযায়ী এই মাঠে মাটি ভরাট করা হচ্ছে। কাজটি সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে—কেউ টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে ইউএনও মহোদয়কে জানাবেন। এ কাজে কাউকে কোনো টাকা দিতে হবে না।”
তিনি আরও বলেন, মাঠটি দীর্ঘদিন ধরে নিম্নাঞ্চল হওয়ায় বর্ষায় পানিতে তলিয়ে যেত। মাটি ভরাট শেষে এটি শিক্ষার্থী ও এলাকার শিশু-কিশোরদের জন্য নিরাপদ খেলার মাঠে পরিণত হবে।
বিআইডব্লিউটিএ’র ড্রেজার দিয়ে পাটলাই নদী খনন কাজ বর্তমানে অব্যাহত রয়েছে। নাব্যতা বৃদ্ধি, জলপথ উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে উত্তোলিত মাটি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন, বিদ্যালয়ের মাঠ উন্নয়ন স্থানীয় শিশুদের জন্য উপকার বয়ে আনবে এবং সামাজিক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217