স্টাফ রিপোর্টার: উত্তরা সরকারি কলেজে প্রথমবারের মতো ফটোগ্রাফি ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত ২৭ নভেম্বর ২০২৫ কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় উদ্বোধন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান। সেখানে নতুন সদস্যদের ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় এবং ৬ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট হিসেবে বিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল রাজ ও জেনারেল সেক্রেটারি হিসেবে মানবিক বিভাগের রুবাইয়া আক্তার রাইসা নির্বাচিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের মডারেটর ও আইসিটি বিভাগের শিক্ষক সামিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব ইকরাম আহমেদ। অতিথিদের ফটোগ্রাফি ক্লাবের মনোগ্রামযুক্ত কোটপিন পরিয়ে বরণ করা হয়। এসময় প্রধান অতিথি নবগঠিত কমিটির সদস্যদের আর্মব্যান্ড ও শ্যাশ পরিয়ে দেন।
বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, “ফটোগ্রাফি একটি শিল্প; এই শিল্পের মাধ্যমে মানুষ, বস্তু বা সময়কে ফ্রেমে আবদ্ধ করে রাখা যায়।” তিনি আরও বলেন, একটি ছবিই অনেক সময় হাজার শব্দের সমান, যা ইতিহাসেরও সাক্ষী হয়ে দাঁড়াতে পারে। শিক্ষার্থীদের পর্যবেক্ষণক্ষমতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ ও দায়িত্বশীলভাবে ছবি তোলার প্রতি উৎসাহিত করেন তিনি। পরে তিনি ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে ফটোগ্রাফি ক্লাব প্রতিষ্ঠা করে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp -- +968 90421535 / 01763384217