বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে বিশেষ অভিযানে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা। ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার। নাটোরে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঘুষ গ্রহণকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা হাতেনাতে গ্রেপ্তার। ঝিনাইগাতীতে অসহায়, হতদরিদ্র, পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। ভেনেজুয়েলায় কর্তৃত্ববাদী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ গণমুক্তি পার্টির গণ-সমাবেশ ও বিক্ষোভ। ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত। শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন সার দোকান মনিটরিং কার্যক্রম। শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা!

ভেনেজুয়েলায় কর্তৃত্ববাদী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ গণমুক্তি পার্টির গণ-সমাবেশ ও বিক্ষোভ।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বাংলাদেশ গণমুক্তির পার্টি (বিজিপি)’র উদ্যোগে গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে পার্টির সভাপতি এম এ আলীম সরকার এর সভাপতিত্ত্বে ভেনেজুয়েলায় মার্কিনযুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে ও মুক্তির দাবিতে গন-সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর আইবিএননিউজ।সভাপতির বক্তব্যে এম এ আলীম সরকার বলেন, গত শনিবার ভোর রাতে কর্তৃত্ববাদী মার্কিনযুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনী ভেনিজুয়েলার রাজধানী সহ কয়েকটি প্রদেশে ঘুমন্ত মানুষের উপর বোমা হামলা চালিয়ে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রে। এটি পৃথিবীর ইতিহাসে কুখ্যাত সন্ত্রাসী ঘটনা। ভেনেজুয়েলার তেল সম্পদ লুটপাট করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই আগ্রাসন চালিয়েছে।
এই আগ্রাসন হামলা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক আইনের সম্পর্কে মৌলিক নীতি, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির পরিপন্থী। আমরা এই বর্বরতা জঘন্য ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে মাদুরাে ও তাঁর স্ত্রীর মুক্তির দাবি করছি। জাতিসংঘ অকার্যকর সংস্থায় পরিণত হয়েছে। জাতিসংঘ পুনর্গঠন করে বিশ্বরাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা করা প্রয়োজন। বিশ্বের কোনো রাষ্ট্রে সেনাবাহিনী না রেখে, বিশ্বরাষ্ট্রসংঘের অধীনে সেনাবাহিনী গড়ে তুলতে হবে। কর্তৃত্ববাদী যুক্তরাষ্ট্রের পতন অতি নিকটে। এখন সময়ের দাবি কর্তৃত্ববাদী মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী বিশ্বশান্তিজোট গঠন করা। বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বব্যাপী সকল রাষ্ট্রের মজলুম জনগণকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে । আমরা যুদ্ধমুক্ত পৃথিবী চাই। অশুভ শক্তি অপরাজিত হবে এবং জয় হবে শুভশক্তির।

আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা লেখক জয়লান আবেদীন, আতা খান, সেলিম রেজা ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর