মোঃ আব্দুস সবুর(স্টাফ রিপোর্টার)
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত ৫ অক্টোবর আকস্মিক টনের্ডোর আঘাতে ক্ষতিগ্রস্থ পাড়িয়া ইউনিয়নের ২৫০ টি পরিবারের মাঝে নন ফুড আইটেম ও অর্থ সহায়তা বিতরণ করেন বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ “রেড ক্রিসেন্ট সোসাইটি”।
২২ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার পাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে ক্ষতিগ্রস্থ পিঁয়াজুপাড়া গ্রামসহ নিম্ন আয়ের ভাসমান মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
সোসাইটির পক্ষ থেকে ২৫০ টি পরিবারের মাঝে নন ফুড আইটেম সামগ্রী ও প্রত্যেক পরিবারের মাঝে বিকাশের মাধ্যমে ৬ হাজার টাকার অর্থ সহায়তা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সৌসাইটির ঠাকুরগাঁও ইউনিটের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য সাদেকুল ইসলাম,আসাদুর রহমান, ইউনিট লেভেল অফিসার খান মুহাম্মদ তাজুল ইসলাম, যুব প্রধান মো:রাকিব আল রিয়াদ, উপ যুব প্রধান ১ মো: কামরুজ্জামান, সহকারী প্রধান প্রশাসন সংগঠন ও নিয়োগ সহ ইউনিটের যুব স্বেচ্ছাসেবক গণ।
স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ে কর্মরত রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাগণ।