মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার কৃতি সন্তান এডভোকেট এরশাদ আলম জর্জ আসন্ন ঢাকা আইনজীবী সমিতি
২০২৬/২০২৭ ইং নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী।
জানা যায়, ১৯৯০ সালে শ্রীবরদী সরকারি কলেজে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এরশাদ আলম জর্জ।
পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন।
শিক্ষাজীবনেই তিনি নেতৃত্বে ছিলেন উজ্জ্বল—জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি, সেন্ট্রাল ল’ কলেজ ছাত্রদলের সদস্য সচিব এবং জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সততা ও নিষ্ঠার সঙ্গে।
তিনি আইনজীবী হিসেবে ঢাকা বার কাউন্সিলে যোগদানের পর দ্রুতই নিজের দক্ষতা ও জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন । ২০১২-১৩ সালে বিএনপি-সমর্থিত প্যানেল থেকে বিপুল ভোটে অফিস সেক্রেটারি নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪, ঢাকার পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা গ্রুপের আন্তর্জাতিক সম্পাদক।
আজ ১৩ জানুয়ারি প্রচারণায় আইনজীবী ভোটারদের সাথে গণসংযোগ করেন।
এডভোকেট এরশাদ আলম জর্জ আরও বলেন,
আপনাদের দোয়া ও অনুপ্রেরণা পেলে আপনাদের সাথে থেকে কাজ করতে চাই।