শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সিঙ্গাপুরের বিশ্বখ্যাত (SGH) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পূর্বাচল ৩০০ ফিট সড়কে উল্টোপথে আসা প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মনির।। সাধারণ সম্পাদক আঃ মালেক বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসন কতৃক মেধা যাচাই পুরস্কার বিতরণ সউফো শীতের পিঠা রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন রেসিপি প্রতিযোগিতায় বিজয়ী হলেন যাঁরা। রূপগঞ্জে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা রূপগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অবশেষে প্রার্থীতা ফিরে পেলেন ওয়াদুদ মাতুব্বর। ৭১’ এর বিজয় তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের পাঠাগার ঘরে রাজনৈতিক সাইনবোর্ড।

রহনপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ) সকালে রহনপুর মেডিকেল মোড়ে অবস্থিত “পুনর্ভবা ডায়াবেটিস সেন্টার” প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয় এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে।
কেন্দ্রে সপ্তাহে দুই দিন (রবিবার ও সোমবার)এমবিবিএস ডাক্তার দ্বারা আউটডোর সেবা প্রদান করা হবে, যার ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৪০ টাকা। এছাড়া প্যাথলজি, ইসিজি, ইকো, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, উন্নত অ্যানালাইজার, সেল কাউন্টার ও হরমোন পরীক্ষার সুবিধাও থাকবে।
নিয়মিত চিকিৎসা সেবার অংশ হিসেবে—
প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ মিনহাজুল ইসলাম, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. তাওহিদা ইয়াসমিন,
প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেডিসিন বিশেষজ্ঞ ডা. আহমেদ শিতাব,
প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আল্ট্রাসনো করবেন ডা. সুমাইয়া বিনতে মোজাম্মেল,
প্রতি মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা ও শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাড়জোড় বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোঃ আসেম আলী,
শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আল্ট্রাসনো করবেন ডা. মোঃ কাওসার আলী,
প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চিকিৎসা দেবেন মেডিসিন, মা ও শিশু, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ ডা. মোঃ শাহাবুব হাসান,
এবং প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখবেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগ অভিজ্ঞ ডা. এ আর তৌহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনর্ভবা ডায়াবেটিস সেন্টারের নির্বাহী পরিচালক আমিরুল মুমিন, চেয়ারম্যান মোঃ শিহাব আলী, ম্যানেজার মাহফুজুর রহমান নাদিম, ডাক্তার শাহাবুব হাসান, ডা. আসেম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর