ক্রাইম রিপোর্টার মোঃ সুমন রেজা
গাজীপুর জেলার কোনাবাড়ি থানার কুদ্দুস-নগর এলাকায় দীর্ঘদিন ধরেই গার্মেন্টস্ চাকুরীর আড়ালে সোহাগ ফকির নামের গার্মেন্টস্ শ্রমিক এর জমজমাট গাজাও ইয়াবা ব্যবসা,
গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে সোহাগ ফকির সিরাজগঞ্জ এর কুড়িপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন দীর্ঘদিন এলাকায় গাজা ও ইয়াবা ব্যবসা করতেন, এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে এর পর থেকে গাজীপুরের কোনাবাড়িতে কুদ্দুস নগর স্কুল এর সামনের ব্যাচেলর ফ্ল্যাটের ৪তলায় নেশার সম্রাজ্য গড়ে তোলেন. জানাযায় সোহাগ ফকির ব্যাচেলর ফ্ল্যাটের বিভিন্ন ভাড়াটিয়াদের ভয় দেখিয়ে রুম ছাড়তে বাধ্য করে পুড়ো বাড়ির দখলদারী করেন, ভুক্তভুগী ভাড়াটিয়া বাড়িওয়ালার কাছে বিষয়টি বললে ইয়াবা পকেটে দিয়ে পুলিশে দেয়ার হুমকি দেয় ব্যবসায়ী সোহাগ ও তার পোলাপান
ভুক্তভুগী ভাড়াটিয়া ভীত হয়ে কোনাবাড়ি এলাকা থেকে চলে যাওয়ার আগে জানান যে ইয়াবা ব্যবসাহী সোহাগ কোনাবাড়ি স্ট্যান্ডার্ড গ্রুপের ৪তলায় ফিনিশিং এর কোয়ালিটি পদে চাকুরী করেন এর আড়ালে জমজমাট গাজা ও ইয়াবা ব্যবসা করতেছেন