বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনরবাসন এলাকা থেকে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তিনটি শুটারগান সহ রাসেল বেপারী(৪০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গতকাল ৫ জানুয়ারি সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সে চনপাড়া পুনরবাসন কেন্দ্রের ৭নম্বর ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, ব্রাউন সুগার ১৮৫ গ্রাম, একটি এ্যান্ড্রোয়েড মোবাইল সেট ও কয়েকটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি মো: সবজেল হোসেন বলেন, গ্রেফতার হওয়া রাসেল বেপারীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।