অক্সিজেন-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে এ রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা তাদের যানজটে আটকে থাকতে হয়। অনেক মুমূর্ষ রোগী যানজটের কারণে যথাসময়ে চিকিৎসা সেবা না পাওয়ায় পথিমধ্যেই মৃত্যুবরণ করেন।
আজ (৬ ই জানুয়ারি )রোজ মঙ্গলবার হাটহাজারী উপজেলা প্রশাসন এর উদ্যোগে যানজট নিরসনে হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের চৌধুরী হাট,লালিয়ার হাট এবং হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) শাহেদ আরমান অভিযান পরিচালনা করেন। সপ্তাহে দুই দিন রাস্তার উপর বাজার বসার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ে, এতে যানজট তীব্র আকার ধারণ করেন। অভিযান পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান অস্থায়ী ব্যবসায়ীদের কে রাস্তা ছেড়ে অন্যত্র ব্যবসা পরিচালনা করার আদেশ প্রদান করেন। তিনি ব্যবসায়ীদের কে উদ্দেশ্য করে বলেন, আপনারা উপজেলা প্রশাসনের কথা অমান্য করে ব্যবসা পরিচালনা করলে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।