মোঃ শিশির আলী স্টাফ রিপোর্টার।
/ ২০
বার দেখা হয়েছে
আপডেট :
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
মোঃ শিশির আলী স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিস্মরণীয় নাম, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন শোকসভা ও দোয়া মাহফিল। শোক ও শ্রদ্ধায় সিক্ত এই আয়োজনে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর ভালোবাসায় স্মরণ করেন গণতন্ত্রের এই আপসহীন নেত্রীকে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় কুষ্টিয়া শহরের এন.এস. রোডস্থ পরিমল টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত মিলনায়তনে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও খন্দকার ট্রেডার্সের স্বত্বাধিকারী খন্দকার মো. সোহেল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণহিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পরিমল থিয়েটারের সভাপতি পারভেজ মাজমাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমুল আলম। প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান কাজল মাজমাদার বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন এক আপসহীন ও সাহসী নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমে ভরপুর। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরও বলেন, “জাতির এই দুঃসময়ে তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করছি।” শোকসভায় আরও বক্তব্য রাখেন জিমন্যাস্টিক ক্লাব ও বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, খুলনা বিভাগীয় প্রেসক্লাব দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মো.অহিদুল ইসলাম নেন্টু মোল্লা, কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি খন্দকার আব্দুল মতিন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের সময়-এর জেলা প্রতিনিধি শামসুল আলম স্বপন, দৈনিক স্বর্ণযুগ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার রিপন, লালন টিভি ২৪-এর চেয়ারম্যান সেলিম মাহমুদ, দৈনিক জবাবদিহি ও চ্যানেল A1-এর কুষ্টিয়া প্রতিনিধি মো. মুনজুরুল ইসলাম, লালন টিভি ২৪-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. শামীম রেজাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর দৃঢ় ও আপসহীন ভূমিকা এবং দেশ ও মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা স্মরণ করেন। তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক অনন্য ও অবিস্মরণীয় অধ্যায়। আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসা-ই দারুল আশফাক এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এর শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল ইসলাম। দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের ধারাবাহিকতা কামনা করা হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ২০টি পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত সকলে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানান এবং তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন।