বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে জেলা যুবদলের দোয়া ও খাবার বিতরণ।
মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
/ ২১
বার দেখা হয়েছে
আপডেট :
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর বর্ণালী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে দোয়া শেষে পথচারী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ শাখার কোষাধ্যক্ষ ডা. আবুল হাসনাত ডাবলু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বিএসএর সাধারণ সম্পাদক ডা. শেখ শামিম আহমেদ, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর (কবির রেজু) এবং শাহমুখদুম থানা যুবদলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ ডলার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আবদুল কাদের, মিনহাজ মারুফ সরকার, মহানগর যুবদলের সদস্য আকলেসুর রহমান স্বাধীন, মো. রবিন, জেলা যুবদল নেতা মোহাম্মাদ নাফিজ, যুবদল নেতা আশিকুল ইসলাম রাফি, অরিন, ছাত্রনেতা সাদকাতুর রহমান জিদান, জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক হৃদয় সরকার বাতেন, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফায়সাল আহমেদ শান্ত, নগর যুবদল নেতা শ্রাবণসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব সরকার প্লাবন।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।