ক্রাইম রিপোর্টার মোঃ সুমন রেজা
গাজীপুরে কোনাবাড়ীতে কাপড় ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরেই গাজা ও ইয়াবা ব্যবসা
কোনাবাড়ী থানার কুদ্দুসনগর এলাকায় মারুফ নামের এক যুবক দীর্ঘদিন ধরেই গার্মেন্টস্ পোশাক ও ওড়না বিক্রির আড়ালে জমজমাট গাজা ও ইয়াবা ব্যবসা করে চলেছেন,
গোপন সংবাদের মাধ্যমে জানা যায় মারুফ নামের এই যুবক বিএনপি দল করেন এমন ক্ষমতা দেখিয়ে এলাকার প্রভাব শালী মহলের লোক হিসাবে নিজেকে ক্ষমতার অধিকারী ব্যবহার করে জমজমাট ব্যবসা করে চলেছেন l
জানা যায় এই যুবক কিছু পোলাপান এর সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ছিনতাই চাদাবাজি করে চলেছেন কোনাবাড়ী বিভিন্ন স্থানে.
ছিনতাই ও জমজমাট মাদক ব্যবসায়ীর শিকার হওয়া পরিচয় গোপন রেখে একজন জানান মারুফ ও তার চক্রের সদস্য সবসময় কুদ্দুস নগর মাঠের পাশের বাঁশ তলার সো – মিল এর ডান পাশে ওড়না থ্রি পিচ্ বিক্রি করে আর সাধারণ মানুষদের পর্যবেক্ষণ করে,টাকা সহ কোনো সাধারণ মানুষের ওপর নজর পড়লেই মারুফ তার ছিনতাই চক্র খবর দিয়ে ফাঁকা জায়গাতে আটককরে সর্বস্ব লুটে নেন ছুরি ধরে, আর ছিনতাই করা সেই টাকা নিয়ে ইয়াবা গাজার জন্য মূলধন সংগ্রহ করেন