মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে ১১ জানুয়ারি রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সদর থানার ওসির সমন্বয়ে চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে বালু পাচারকারকালে ২টি মাহেন্দ্র গাড়ী আটক করে। ১ মাহেন্দ্র চালক পালিয়ে গেলেও অন্যটির চালককে আটক করেছে।
সহকারী কমিশনার ভূমি কর্তৃক ভাম্যমান আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত আইন ২০২৩)’র অধীন ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জব্দকৃত বালু যথাক্রমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে।