ঘুষ গ্রহণকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা হাতেনাতে গ্রেপ্তার।
সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম
/ ৯
বার দেখা হয়েছে
আপডেট :
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কাম অফিস সহকারী জনাব শাহ আলমকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে জানা যায়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বাঁশখালীতে সাবেক অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী জনাব আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ দীর্ঘদিন ধরে তার বকেয়া ভাতা ও পেনশনের সরকারি পাওনা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বারবার হয়রানির শিকার হন। অভিযোগ রয়েছে, এসব কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে অভিযুক্ত কর্মকর্তা শাহ আলম ঘুষ দাবি করেন। ভুক্তভোগী মুদ্দাছেরুল হক মাসুদ এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলে তা যাচাই-বাছাই শেষে দুর্নীতি দমন কমিশনের অনুমোদনক্রমে দুদক সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), চট্টগ্রাম-২ থেকে আজ ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে একটি ফাঁদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযুক্ত শাহ আলম ভুক্তভোগীর নিকট থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেপ্তার হন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ফাঁদ অভিযান পরিচালনা করেন দুদক, সজেকা, চট্টগ্রাম-২ এর একটি চৌকস টিম। অভিযানে উপস্থিত ছিলেন— মুসাব্বির আহমেদ, সহকারী পরিচালক (টিম লিডার) মো: জসিম উদ্দিন, উপসহকারী পরিচালক আবুল হাসান, উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা, উপসহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি দপ্তরে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কমিশনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না।