বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):
/ ১৪
বার দেখা হয়েছে
আপডেট :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন
মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটি উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫টায় স্থানীয় টি হোসেন মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির মনোনিত ধানের শীর্ষের প্রার্থী ডাক্তার আব্দুস সালাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ফাহিম উদ্দীন আহমেদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও চাড়োল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান জননেতা আবু হায়াত নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব ও পাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এ্যাডভোকেট আবেদুর রহমান, খোরসেদ আলম, মুহিব অয়ন চৌধুরী, মোহাম্মদ আলী, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম সদস্য ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েল, মামুন আক্তার সবুর। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম সদস্য ও দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম সফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তানজিমুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও বড় পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন অবাক, ভানোর ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুর রহমান শহীদ, দুওসুও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বিপ্লু। আলোচনা সভায় বক্তাগণ বলেন- স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান ও সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্বরণ করে মহান দিনটির কথা উল্লেখ করে তাদের রুহের মাগফেরাতসহ বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আসু রোগ মুক্তি কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন। আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশে আগমন উপলক্ষে দলের সকল নেতা কর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন।