শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আদর্শ থেকে ভালোবাসা জিয়াউর রহমানের পথে এক কর্মীর গল্প নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানের তৃতীয় দিন: ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন গ্রেপ্তার রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা সিঙ্গাপুরের বিশ্বখ্যাত (SGH) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পূর্বাচল ৩০০ ফিট সড়কে উল্টোপথে আসা প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মনির।। সাধারণ সম্পাদক আঃ মালেক বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসন কতৃক মেধা যাচাই পুরস্কার বিতরণ সউফো শীতের পিঠা রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন রেসিপি প্রতিযোগিতায় বিজয়ী হলেন যাঁরা। রূপগঞ্জে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা রূপগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানের তৃতীয় দিন: ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

আল হেদায়েতুল্লা (সুজন): নীলফামারীতে পুলিশের চলমান বিশেষ অভিযানের তৃতীয় দিনে এক ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাহাবুব জর্জ, সৈয়দপুর পৌর যুবলীগের সহসভাপতি মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা ইসলাম ওরফে ছটু, ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ওরফে মিরাজ এবং ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন।

জেলা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সহিংসতা ও নাশকতা প্রতিরোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর আইনি কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানায়, চলমান অভিযানে গত তিন দিনে জেলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বুধবার চারজন, বৃহস্পতিবার সাতজন এবং শুক্রবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর