আল হেদায়েতুল্লা (সুজন): নীলফামারীতে পুলিশের চলমান বিশেষ অভিযানের তৃতীয় দিনে এক ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাহাবুব জর্জ, সৈয়দপুর পৌর যুবলীগের সহসভাপতি মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা ইসলাম ওরফে ছটু, ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ওরফে মিরাজ এবং ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন।
জেলা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সহিংসতা ও নাশকতা প্রতিরোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর আইনি কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ জানায়, চলমান অভিযানে গত তিন দিনে জেলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বুধবার চারজন, বৃহস্পতিবার সাতজন এবং শুক্রবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।