রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
“ভাবনায় বিষাদ সিন্ধু তুমি”-মোঃ সেলিম উদ্দিন রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: শাহাদত চেয়ারম্যান ও মোজাম্মেল সাধারণ সম্পাদক বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম করে রূপগঞ্জের তারাবো পৌর বিএনপি বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন। সুনামগঞ্জ পৌর শহরে গৃহ-বধূ সুমি দাশ চৌধুরীর আত্ম-হত্যা এখন হত্যা মামলায় পরিণত ফেঁসে গেলেন শশুর শাশুরী ও বটিয়াঘাটায় শতাধিক নেতা কর্মী আওয়ামীলীগ থেকে পদত্যাগ ১৫ পদের বিপরীতে ৩১ নমিনেশন দাখিল লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২৫ জানুয়ারী ২০২৬,রবিবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জাফর ইকবালের হাসি, গান, অভিনয় সব কিছুই আমাদের সঙ্গে বেঁচে আছে: ববিতা আগে গুলি করবো, পরে প্রশ্ন’, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের

বাঁশখালী ইসলামী যুব কাফেলার উদ্যোগে বৈলছড়িতে শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সিরাত আলোচনা উপলক্ষে বাঁশখালী ইসলামী যুব কাফেলার উদ্যোগে এক বিশাল শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারি, শনিবার বিকেলে বাঁশখালীর বৈলছড়ি হাইস্কুল মাঠে আয়োজিত এই সম্মেলন কাফেলার সেক্রেটারি মাওলানা হানিফ আল মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আমান উল্লাহ হাসান এবং দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ মোরশেদুল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা শাহ আহমদ হাসান সাহেব, মুহাদ্দিস—বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদ্রাসা।
অনুষ্ঠানে সভাপতি মণ্ডলীতে আরও উপস্থিত ছিলেন—
মাওলানা এজাজ আহমদ চৌধুরী, নির্বাহী পরিচালক, জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদ্রাসা, বাঁশখালী।
মাওলানা মুফতি ইব্রাহিম সাঈদ কাসেমী, প্রতিষ্ঠাতা পরিচালক, সাধনপুর আল-ফারুক মাদ্রাসা।

মাওলানা কারী এমরান,প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাজুচ্ছুন্নাহ মাদ্রাসা, বৈলছড়ি।
এবং মাওলানা হাফেজ ইব্রাহিম, পরিচালক, দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, বৈলছড়ি।
সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব, প্রধান মুফতি ও শায়খুল হাদিস—আল জামিয়া আল ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খ মুফতি হারুন ইজহার চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব—হেফাজতে ইসলাম বাংলাদেশ। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের সর্বোত্তম পথনির্দেশনা। সিরাতুন্নবী আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা মুসা বিন ইজহার চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
মাওলানা এইচ. এম. রুহুল্লাহ তালুকদার, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা।
এবং আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহিম সিআইপি, মুতাওয়াল্লী—ইব্রাহিম জামে মসজিদ, বৈলছড়ি।
সম্মেলনে শানে রেসালাত বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত ও আলোচনা পেশ করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, ঢাকা, মাওলানা কারী নুরুল্লাহ, মুহতামিম, শাহমিরপুর মাদ্রাসা।, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মুহতামিম, রাজঘাটা মাদ্রাসা, মাওলানা হোসাইন আল মাহমুদ, সিনিয়র শিক্ষক, জিরি মাদ্রাসা, এবং মাওলানা হোসাইন আহমদ সাহেব, পরিচালক, মাদ্রাসা উলূমে দ্বীনিয়া, চট্টগ্রাম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী ইসলামী যুব কাফেলার সভাপতি মাওলানা জুনাইদুর রশীদ শওকী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ আনোয়ার, সহ-সভাপতি মাওলানা ইউনুছ নূর ও মাওলানা কাসেম, সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা ইউসুফ নূর, অর্থ সম্পাদক মাওলানা তৈয়ব উল্লাহ, সহ-সেক্রেটারি মাওলানা হাফেজ হেলাল উদ্দিন ও হাফেজ বেলাল জিহাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি তৌহিদ আমিনসহ মাওলানা ছলিম উল্লাহ, মাওলানা বেলাল নজীর, মাওলানা করিম উল্লাহ হাসান, মাওলানা আমান উল্লাহ শাহী, মাওলানা ওয়াহিদ আমিন প্রমুখ।
সম্মেলনে বক্তারা মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মান ও মর্যাদা রক্ষায় ঈমানি দায়িত্ব পালনের আহ্বান জানান এবং যুবসমাজকে দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শানে রেসালাত সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর