সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রূপগঞ্জে ছয় প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের পথচলার প্রেরণাঃ সোহেল সরকার মোল্লাহাটে প্রবাসীর স্ত্রীর ঘরে ও দোকানে পরিকল্পিত হামলা ও লুটপাটএর অভিযোগ : ৩ মহিলা সহ আহত ৪ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিরেক্টর নির্বাচিত মায়েদুল হক বসুনিয়া (তূর্য) ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন রাজশাহী বাঘায় গাজার গাছ সহ আটক ১। ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে।

আমি বলছি—আমার বাংলাদেশকে

মাহমুদুল হাসান শান্ত / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মাহমুদুল হাসান শান্ত

ও আমার জন্মভূমি, প্রিয় বাংলাদেশ,
তুমি শুধু মানচিত্রে আঁকা এক টুকরো ভূমি নও—
তুমি আমার হৃদয়ের অনন্ত ছায়া,
তুমি আমার শিকড়, আমার শ্বাসের সুর।

তোমার আকাশে ভেসে থাকা সাদা মেঘে
আমি দেখি আমার শৈশবের হাসি,
তোমার নদীর জলে শুনি মায়ের ডাকে ভেজা আদর।
তোমার মাটির গন্ধে জেগে ওঠে
আমার অস্তিত্বের প্রতিটি রক্তকণা।

তুমি যখন সকালের শিশিরে জেগে ওঠো,
তোমার ধানের শীষে ঝলমল করে সোনার স্বপ্ন,
আর সন্ধ্যার আকাশে সূর্য যখন ডুবে যায়,
মনে হয়—তুমি এক শান্তিময় লাল শাড়িতে মোড়া মা।

তোমার সবুজ বনানী আমার বুকের শান্তি,
তোমার কোকিলের ডাক আমার প্রার্থনা,
তোমার নীল নদী আমার কবিতার কালি,
আর তোমার পতাকা—আমার জীবনের অহংকার।

আমি তোমাকে ভালোবাসি,
যেমন নবজাতক ভালোবাসে মায়ের বুকে উষ্ণতা,
যেমন নদী ভালোবাসে সাগরের আহ্বান।
তোমার প্রতিটি ইট, প্রতিটি ঘাস, প্রতিটি হাসিমুখ—
আমার আত্মার ভেতর বয়ে চলে নিরন্তর সঙ্গীত হয়ে।

তুমি দুঃখে কাঁদলে আমি ভিজি,
তুমি হাসলে আমি আলোয় ভরে উঠি।
তোমার শহর, গ্রাম, মাটি—সব আমার নিজের মতোই প্রিয়।

প্রিয় বাংলাদেশ,
আমি তোমার সন্তান হয়ে গর্বিত,
তোমার জন্য বাঁচব, তোমার জন্য লিখব,
আর তোমার বুকেই একদিন শান্তি খুঁজে নেব।

— তোমারই সন্তান,
তোমায় ভালোবেসে হার মানা এক কবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর