মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও FoRB-এর সহযোগিতায় THP নজিপুর অফিসে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী FoRB Change Makers Course প্রশিক্ষণ। গত ১৪–১৫ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশ নেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত সদ্য YLT প্রশিক্ষণপ্রাপ্ত ১২৮৮তম ব্যাচ থেকে নির্বাচিত ২০ জন তরুণ-তরুণী।
প্রশিক্ষণটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট–বাংলাদেশ-এর ইয়ুথ মোবিলাইজেশন ইউনিটের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান সজল, দি হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলার এরিয়া সমন্বয়কারী আছির উদ্দিন, MIPS প্রকল্পের নওগাঁ জেলার ফিল্ড কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী সুফল কুমার এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী অঞ্চল ফোরামের কর্মশালা বিষয়ক সম্পাদক শাহারিয়া শাকিল।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণ লিডারদের নিয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠিত হয় FoRB Naogaon District Youth Network-এর কমিটি। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
১. কো-অর্ডিনেটর: মোঃ রনি ইসলাম
২. যুগ্ম কো-অর্ডিনেটর (মেয়ে): দিশা মনি
৩. যুগ্ম কো-অর্ডিনেটর (ছেলে): রকি দাস
৪. সাংগঠনিক সম্পাদক: সাগর আলী
৫. দপ্তর সম্পাদক: জুই আক্তার
৬. কর্মশালা বিষয়ক সম্পাদক: রুহুল আমিন
৭. প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: জাকির হোসেন
৮. অর্থ সম্পাদক: আবু সইদ
প্রশিক্ষণে তরুণ অংশগ্রহণকারীরা ধর্মীয় স্বাধীনতা, নেতৃত্ব বিকাশ, সামাজিক সম্প্রীতি এবং কমিউনিটি অ্যাকশনে অংশগ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহে প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষাংশে নতুন কমিটির সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।