মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনিধি
আজ ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার) ইয়ুথ এন্ডিং হাঙ্গার নওগাঁ জেলা ফোরাম ও FoRB নওগাঁ জেলা ফোরাম এর আয়োজনে অনুষ্ঠিত হলো SAP বাস্তবায়ন পরিকল্পনা সভা।
তিন দিনব্যাপী ১২৮৮তম ইয়ুথ লিডারশিপ ট্রেনিং (YLT) এর শেষ দিনে ইয়ুথ লিডাররা যে SAP গ্রহণ করেছিলেন—সেটি কখন, কোথায় এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, এ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। SAP বাস্তবায়নকে সামনে রেখে অংশগ্রহণকারীরা নিজেদের ভূমিকা ও করণীয়ও নির্ধারণ করেন।
সভায় উপস্থিত ছিলেন— ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী অঞ্চল ফোরামের কর্মশালা বিষয়ক সম্পাদক শাহারিয়া শাকিল, FoRB নওগাঁ জেলা ফোরামের সমন্বয়কারী রনি ইসলাম, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নওগাঁ জেলা ফোরামের সমন্বয়কারী আব্দুর রহিম, এবং দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নওগাঁ জেলা ফোরাম ও FoRB ফোরামের সদস্যবৃন্দ।
সামগ্রিকভাবে, SAP বাস্তবায়নকে সামনে রেখে নওগাঁর ইয়ুথদের পরিকল্পনা আরও সুসংহত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়।