মোঃ আব্দুস সবুর,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর নাউরিয়া পারা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে দিলিপ কুমার চন্দ ৪২ বর্মণ নিহত। নিহতের ঘটনায় স্থানীয় থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
এলাকা বাসীদের সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের নাউরিয়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে দিলিপ কুমার চন্দ্র বর্মণ (৪২) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত দিলিপ কুমার বর্মণ উপজেলার নাউড়িয়া পাড়া গ্রামের ফাজেন কুমার চন্দ্র রায়ের পুত্র। সংঘর্ষে ফাজেন কুমারের আরো ৩ পুত্র মনোশ (২৭), সুমন চন্দ্র (২৯), উজ্জ্বল চন্দ্র (৩১) আহত হয়েছেন। এঘটনায় স্থানীয় থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা ২ নং চাড়োল ইউনিয়নের নাউরিয়া পাড়া গ্রামে দীর্ঘদিন যাবত একই পরিবারের মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এক পর্যায়ে গত শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় একই গ্রামের মৃত ফলেন কুমারের পুত্র বাতাসু ও তার লোকজন মিলে ফাজেন কুমারের জমি দখল করতে যায়। এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে বাক বিতর্কের এক পর্যায়ে বাতাসু ও তার লোকজন মিলে দিলিপ কুমার ও তার তিন ভাইয়ের উপর হামলা করেন। হামলায় দিলিপ ও তার ৩ ভাই আহত হন। সেসময় স্থানীয় লোকজন আহতদের বালিয়াডাঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে দিলিপ কুমারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে দীলিপ কুমারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দিলিপকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করলে ভোর বেলায় রংপুর মেডিকেলের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। আটক ব্যাক্তিরা হচ্ছে নয়া, বালা ও সুবর্ণা। তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।