খায়রুল বাসার, বিশেষ প্রতিনিধি:
নাটোরে বড়াইগ্রামে বাগডোব বাজারে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার আয়োজিত দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
২ নং বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আবুল হাসেমের নেতৃত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আয়োজিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বরাইগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মতিন, মোঃ মাসলেম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ আলী, আলাল সরকারসহ সহস্রাধিক নেতা কর্মী।
দোয়া পরিচালনা করেন পারবাগডোব কেন্দ্রীয় মসজিদের ইমাম। তিনি বিশেষ মোনাজাতে দেশ-জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনাসহ বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন। দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।